বসন্ত বেলায় চাইনে ফুলেল সৌরভ
হোক বিকশিত করুক বিমোহিত
নব তারুন্যের উদ্বেলিত হৃদয়।
ওতেই বিষন্ন চিত্ত প্রসন্ন পুস্পিত গৌরব।
আছি শ্রাবনের বারিসিক্ত কদম হাতে
যবে ঝরে অশ্রু আকশের আঁখি পাতে,
হৃষ্ট চিত্তে প্রসারিত হস্তে নেব জলধারা।
অসিম খুসীতে মাখিব গায়ে হয়ে আত্মহারা।।
.
নির্জন বনে কান পেতে
শুনি তার হৃদস্পন্দন।
মিষ্টি কন্ঠের সুরেলা গান
বাজে পাখির কলতান।
কৃষ্ণচুড়া ফুলে খুজে পাই
সেই গোলাপী অধরের মিষ্টি হাসি
জোনাকীর আলো নিভে আর জ্বলে
করে ইশারা দুষ্টুমী আত্মবিনাসী।
আমি হারাই হারাই সব অভিমান
হয়ে বিলীন তব উষ্ণশ্বাস প্রশ্বাসে।