বাতায়ন খুলে দেখি বাসন্তী ঝড়,
বরিষন মাঝে পাগলা হাওয়া বয়।
মাতাল সে হাওয়া মোরে চুপে চুপে কয়,
আসিবে সে একদিন আসিবে নিশ্চয়।
.
আমি আশান্বিত সে পবনের কথায়,
আশা মোর দুরাশা হবেনা বোধহয়।
বাঁধিলাম বুক চেয়ে তার পথ পানে,
স্বপ্নের কুঞ্জ সাজাই তাহার আগমনে।
.
পরম খুসীতে প্রবল হাসিতে
সম্ভাসিব তারে নব বরন গীতে,
আসিবে গো প্রাননাথ আসিবে।
এই হৃদয় সুখের প্লাবনে ভাসিবে।
.
এসেছিল ঠিকই মোর পর্ন কুটিরে,
হয়ত হয়নি তুষ্ট এহেন আপ্যায়নে,
দিয়ে গেল প্রবল ঝড়ে লণ্ডভণ্ড করে
আমি নিরাশ্রয় খুঁজি আশ্রয় ধরিত্রি পরে।।