বসন্তের এই নব জলধারায়
আমি হই পাগলপারা ছন্নছাড়া আত্মহারা।
নয়নে হেরিনু এরূপ ধরনী,
পুলকিত চিতে গাই জাগরনী।
অপরুপা সাজে, সকাল - দুপুর - সাঁঝে,
গগনে সুর বাজে রাজ রাগিনী রাগে।
একি সবুজ রূপে সাজিলে অবনী !
চির যৌবনা তুমি হে মা জননী।
ধরে রেখ বক্ষে তব আদুরে সন্তানেরে,
দিওনাকো হারাতে কোন অসুরেরে।