কিছু তরু ছায়া দিলেও মিলেনা স্নিগ্ধতা।
কিছু বাতাস বয়ে যায় শন শন রবে, নেই শীতলতা।
কিছু বারি বর্ষে বটে সেখানে নেই ভেজার অভিলাষ।
কিছু মানুষ একান্ত পাশে থেকেও বুকে একাকীত্বের দীর্ঘশ্বাস।
কিছু আশা করেই যায়, করেই যায়, থাকে প্রতীক্ষায়।
মিটিবেনা আশ, তবুও বাকীর তরে নগদের সর্বনাশ।
কিছু স্বপ্ন থাকে অপূর্ণ আমরণ তবু বাঁচতে শেখায়।
অপুর্নতা ই অমুল্য সম্পদ জীবনের উদ্দেশ্য বোঝায়।