বিশাল ভূবনে, ক্ষুদ্র জীবনে
এক অতিকায় ক্ষুদ্র সত্বা,
এলো মেলো ছন্নছাড়া গোলমেলে বেয়াড়া
কত পঙ্খী মেলল ডানা
জানিয়ে দিল মঙ্গল বার্তা।
বেশুমার ব্যার্থতায় গ্লানিভরা শুন্যতায়,
কিছু পাখি হৃদয়ে তার আঁচড় কেটে যায়।
উড়ে বেড়ায় সুনীল গগনে,
মুক্ত বলাকা আপনমনে
ঘুরে বাধাহীন অপার স্বাধীনতায়।
কদাচিত আসে ফিরে আপনার স্বপ্ননীড়ে
চিরায়ত ভালবাসার অভ্যাসে,
হৃদয়ের অনাবিল বিশ্বাসে।
প্রাপ্তির খাতা তার - ভরে উঠে পূর্ণতায়,
ভালবাসার শব্দহীন কোলাহলে।
আনন্দে উদ্বেলিত মনে, উড়তে যাবে সেই ক্ষনে
ভরে উঠে দু'আঁখি বিন্দু-বিন্দু জলে।