সলাজের প্রতি একরাশ ঘৃনায়
নিলাজ কে বাসিলাম ভালো।
আছো নাকি কেউ অমন নিলাজ,
জ্বালাতে পারো আলো?
আছো কি কেউ বলিবে এসো
কালোকে কালো ধলোকে ধলো।
লাজের মুখে লাথি কষে
সঠিক দিশায় এগিয়ে চলো।
রাষ্ট্রভাষা বাংলা আর আন্তর্জাতিক English
এর লংঘনে হবেনা বিলবোর্ড হোক না Stylish.
আমার বর্ণমালায় হবেনা ভিন ভাষার শব্দচয়ন।
নসিহতে শুনানো চলবেনা ভিন ভাষায় বয়ান।
আমার নবীর মাহাত্ম বর্ণনা শুনব মাতৃভাষায়,
কোন দীনতা নেই আমার প্রানের শব্দমালায়।
এহেন পরিস্কার কথা বলতে যেজন লাজে মরে,
সতত ঘৃনা মেরুদন্ডহীন ঐ সব সরীসৃপের তরে।
উন্নয়ন হচ্ছে ঠিকই, বাসযোগ্য নেইকো দেশ।
ধন সম্পদের নেইকো আশা শান্তির জন্য হা-পিত্যেশ।
শান্তিবাহিনীর দেশে বল শান্তি কোথায় আছে?
মুর্খতার মাঝে শিক্ষিত খোঁজে নফ্সের শান্তি পাছে।
শিক্ষা আর জনসম্পদ যদি হয়ে যায় দেশোদ্রোহী,
আছে কোন গডেশ্বরাল্লা বাঁচায় গদি আরোহী।
ভন্ডামী কে যে বলতে পারে এটা চরম ভন্ডামী।
যত স্বৈরাচারী স্টালিন হোক স্বাগত জানাব আমি।