অলস সময়, বিক্ষিপ্ত মন প্রাণ, ভাবে মন একা।
হাজারো লোকের ব্যাস্ত পথ চলায় শুধু নাই তার দেখা।।
আছে ক্ষনকালের মিছে মায়া কিছু বুলি ফাঁকা।
আসলে এই ভূমণ্ডলে সবাই বড় একা।
.
কালের স্রোতে ব্যাস্ত সবাই আলেয়ার মাঝে মগ্ন রয়।
সবাই দৌড়ায় তার পিছু পিছু,তবে কেউ কারো নয়।
জীবন বড় বৈচিত্রময় আরো বিচিত্র পরিবেশ,
বিচিত্র জীব বিচিত্র মানুষ অভিজ্ঞতার নেইকো শেষ।