ভার্সুয়াল নেটের ছায়ায়, অদেখা মোহ মায়ায়,
কি ভীষন মাদকতা।
কখনো চঞ্চলতায়,  কিংবা করুন বিমর্ষতায়,
নিত্য অস্থিরতা।
কত প্রিয় আসে যায়, জাগিয়ে মহামায়ায়,
পরিনাম অন্তর্ধানে।
কিছু প্রান দাগ কেটে, আসন করে নেয় বুকে,
দেয় ব্যাথা গহীন প্রানে।
অভিনয়ে খুজে সুখ, সুখের আশায় উন্মুখ,
সকলেই দক্ষ অভিনেতা।
সবে ভাবে সে শ্রেষ্ঠ, করতে পারে অনিষ্ট,
প্রতারিত হয় মানবতা।
ছলনার মায়াজালে, কে কাকে কখন ফেলে,
বিশ্বাসের চরম অপমান।
ছোটে সরলতার কাছে, প্রেম মায়া সব মিছে,
স্বার্থের পিছে বেগে ধাবমান।।


✍️©কাজী/১২ই সেপ্টেম্বর ২০২১ইং।