লাখো সজনের ভীড়ে বাস,
তবুও একাকীত্বের দীর্ঘশ্বাস।
ভাই বন্ধু সাথে অসংখ্য প্রিয়জন,
আপন সব আসলে কেউই নয় আপন।
ওরে আমার পাগল মন ....................।
বৃথাই কাঁদিস ক্ষনে আবার সুখের আস্ফালন।


না পারি বলিতে মোর অব্যক্ত কথা রাশি।
ভয়ে কাঁপে হিয়া তবু বচন  আসি আসি।
হৃদয় আর কন্ঠ মোর নেমেছে কঠিন সমরে
কতদিন পারব রুখতে তাদের সংযত করে।
.
পরিস্থিতির কারনে মুখ সামলাতে হয়
এই সত্য বুঝতে চায়না অবুঝ হৃদয়।
দুপক্ষই মারমুখী হয়ে করছে হুংকার,
আমি মাঝে পিষ্ট হই হয়ে আম্পায়ার।