এসো এসো প্রিয় মোর গহীন প্রদেশে,
কবেই তো বিলীন আমি তব প্রকাশে।
তব পদধ্বনি বাজে বুকে যবে চল পথ।
বৃথাই তুমি হয়রান খুজে ভগ্ন মনোরথ।
পাবেনা খুঁজে, কেন এদিক সেদিক চাও?
একাকি নিরলে বসে মনকে সুধাও।
বিস্ময় খুজি সবাই দেশ দেশান্তরে,
অপার বিস্ময় রয়েছে দৃষ্টির গোচরে।
চাইনে কভু গুরুত্ব ভরে সহ মনযোগে,
ঘরের সামনে পথের ধারে চাও উপযোগে।
দেখার মত চোখ আর বুঝার মত মন।
দিতে পারে বিমলানন্দ সুখ অনুক্ষন।।