এই মহা মিলন মেলায়,
এসেছি অন্তিম বেলায়,
দেখছি হরেক খেলায়,
মত্ত সর্বজন।


এখানে বেমানান আমি,
সৌহার্দ্য সম্প্রীতি কামী,
চাইনি হতে রাজ-স্বামী,
নগন্য সাধারন।


বিশাল এই মিলন মেলায়,
কেউ কভু এসে সুধায়,
কদাচিৎ শিহরণ জাগায়,
নশ্বর চিরন্তন।


কিছু প্রান সবুজ সতেজ,
সঙ্গ লাভে আনে আমেজ,
অনুভবে স্বপ্নীল পরশ,
ঘোর কিছুক্ষন।


এভাবে চলে আসা যাওয়া,
আনাগোনা শীতল হাওয়া,
ফের দিগন্তে মিলে যাওয়া,
আক্ষেপ অনুক্ষন।


নিয়তির এই নির্মম খেলায়,
আমরা ভাসি কলার ভেলায়,
বাঁধি বুক তবু নতুন আশায়,
খুঁজি প্রিয়জন।


আশার পুষ্প সদা ফুটেনা,
সকল পুষ্পে আরতী জুটেনা,
সকল আশা কখনোই মিটেনা।
সুখে ব্যর্থ সর্বজন।


চাহিদা থাকিতে নেই বেশি,
যাহা আছে তাতেই খুসী,
চিত্ত যার চির উর্বসী,
সেই তো মহাজন।।