দিন দিন প্রতিদিন
চেয়ে দেখি পলকহীন।
বিস্ময়ে দু'চোখ ছানাবড়া।
ফের আবার কাঁপে বুক হয় আত্মহারা।


অসাধারন ব্যাক্তিত্বে অগাধ পান্ডিত্যে
অনন্য রূপ তাহার স্বীয় সৃষ্টি সাহিত্যে।
বট বৃক্ষাশ্রয় সে গভীর ক্লান্তিতে,
বিশ্বস্ত পাঞ্জেরী ভুল আর ভ্রান্তিতে।
মোহগ্রস্ত পথিক চোরনয়নে ফিরে চায়,
জাগায় চির সবুজ বন সে ভালবাসায়।