কতটা সুন্দর তুমি চক্ষুদর্শনে,
ঠিক যেন রূপসী সবুজ --
তরুরাজি স্নাত বরিষনে।
অধিকতর সবুজ তুমি স্বীয় মনভূমে,
তার চেয়েও অধিক সবুজ ----
মম অন্তরের গোপনানুভবে।
গুন বিচারে নাহি মেলে জুড়ি যে তোমার,
তোমার তুলনা মেলাতে পারিনা ---
খুজে এ ভব সংসার।
ভালবাসায় শ্রদ্ধায়, প্রেমের বারিধারায়
করাব স্নান তোমায় হৃদয়ের ঝর্নাধারায়।
কুল কুল ধ্বনি আর শীতল লহরীতে ---
খেলবে যবে তুমি
হেরে তব সেই চিরসুন্দর রূপ ---
আত্মহারা হব আমি।