এ কি হেরিলাম আমি দুরকথনের পর্দায়,
মুগ্ধাবেশে আদ্র হিয়া কাঁপে হৃদয় তায়।
প্রবল ঝড়ে বিধ্বস্ত আমার তপোবন,
ধ্বংস হল যাহা ছিল একান্ত গর্বের ধন।।


না পারি বলিতে মোর অব্যক্ত কথা রাশি।
ভয়ে কাঁপে হিয়া তবু বচন  আসি আসি।
হৃদয় আর কন্ঠ মোর নেমেছে কঠিন সমরে
কতদিন পারব রুখতে তাদের সংযত করে।
.
পরিস্থিতির কারনে মুখ সামলাতে হয়
এই সত্য বুঝতে চায়না অবুঝ হৃদয়।
দুপক্ষই মারমুখী হয়ে করছে হুংকার,
আমি মাঝে পিষ্ট হই হয়ে আম্পায়ার।