প্রকৃতির দান বলে
কত কিছু গেলে দলে
সুকোমল পদতলে।


যার পেছনে শ্রম নেই,
প্রাপ্তিলাভে ত্যাগ নেই
হৃদয়ের আকুলতা নেই,
প্রাপ্তির উচ্ছাস ও নেই।


আছে শুধু অবহেলা
আপন গর্বে পথ চলা


ঝরা শুকনো পত্ররাজে
কখন আসে কি কাজে,
হেন কথা বলা নাহি যায়।


অবজ্ঞা নাতি কর্মে
অজেয় সকল জন্মে
প্রেম ই রয় চির অক্ষয়।।