ঘুরে ফিরে বারে বারে,
আসে আর যায় মহান একুশ।
মায়াকান্না শহীদ স্মরণং
নামীয় লৌকিকতার ফানুশ।
নেই শহীদে প্রকৃত শ্রদ্ধা সন্মান।
থাকিত যদি কিভাবে হত?
বাংলার নিত্য অপমান।
কি করে সইতো বাংলার মাঝে
ভিন শব্দের নিত্য আগ্রাসন।
বাংলা শব্দভাণ্ডার কি এতোই হতদরিদ্র,
অসহায় দেউলিয়া?
সমৃদ্ধির নামে অপকৌশলে
'মাঠ' সাজাই 'ময়দান' দিয়া।
'অতিথি' শব্দে হারাম খুঁজে পাই,
আরবি 'মেহমানে' কতোনা শান্তি...... তাই?
'জল' বলাতে বিস্ময়ে তাকিয়ে,
দাদার জন্ম সংখ্যালঘু সম্প্রদায়ে?
এককাঠি সরেষ দেখিতে পাব
একটু পুর্বপাড়ায় চলো।
ভাষা সংগ্রাম ভুল ছিলো,
কিছু প্রান অনর্থক দিলো।
নইল আজ সুতাক্রিমি সদৃশ উর্দু থাকতো ভাষা।
মোদের ইসমার্ট হওয়ার পথে এনে দিল হতাশা।
এই পাড়াতেই আছে আমাদের
সেই সব মাস্টার।
বাংলা অনার্সে পড়ায় তারা
'র' আর 'ড়' এর ব্যাবহার।।
এসব দেখে অট্টহাসি তে
ফেটে পড়ে রফিক-জব্বরে।
মিনারের বেদীর ঘাড় ভেঙ্গে
থুবড়ে পড়ে শহীদের কবরে।।