ঝরা পাতার মুল্য কি নেই হয়তো বা আছে,
বুঝে সেই জন, যে বুঝার চেষ্টা রত পাছে।
স্থান কাল পাত্র ভেদে ছাই ও হয় অমুল্য।
পাত্রভেদে রত্নরাজির ঘটে মূল্যহীন বৈকল্য।
আজ আর জুটেনা সময় আমার কথা ভাবার।
খ্যাতির স্বর্নশিখরে যে, সীমাহীন বিড়ম্বনা তার।
নিশিতে শ্রান্ত ফুরসতে পাইনা তার দেখা।
আমার যে কাটে সময় তখন ভীষন একা।
তাহার আজি এসেছে সে ফাগুন মধুমাস,
কি বা তার যায় আসে  মোর অন্তরে দীর্ঘশ্বাস
তাহার হাসি ভালবাসি দেখি সেই তৃপ্ত মুখ
এতে আমার পরম তৃপ্তি ঘুচিয়ে সকল দুঃখ।


তার আঁখিপাতে হেরি আনন্দদ্যুতি
মোর নয়নে নিদ গেছে টুটে।
চুমিছে হৃদ মম- তার ললাটভূমে,
মহাকর্ষন সব নিয়েছে লুটে।


আঁখিতে খেলে জ্যোতি,
হাসিতে ঝরে মোতি।
আমি হারাই সেই আঁখিতে
থাকি প্রতীক্ষায়--------
আসবে কবে ফুল কুড়াতে?


এই মুগ্ধতা,এই ব্যাকুলতা আমৃত্যু সঙ্গী মোর।
কোনদিন হবেনা মলিন ঘুচবেনা মনের ঘোর।
জ্যোৎস্না লোকে দেখব শুধু আসবেনা ম্লান ভোর।পাগলপনা বৃদ্ধি পাবে, আশা নিস্ফল হবে,
তবু খুলবেনা কভু বন্ধ দোর।


বহুরূপী ভাবনার জাল বোনা।
দহনে দহনে অন্তর খাঁটি সোনা।
হৃদয় মাঝে তুমি হে সুলতানা।
কত সযত্নে আঁকা আফসানা।


ধরা যায়না, ছোঁয়া যায়না, অনুভবেই পাগলপারা।
যেমন আছে সুনীল আকাশে চন্দ্র, সূর্য, শুকতারা।।