এ বিচিত্র জগৎ মানুষ আরো বিচিত্র,
হরেক রকম মানুষ মিলে অনবরত।
কাউকে নিয়ে পোষন করে উচ্চাশা,
সময়ের ব্যাবধানে জেঁকে বসে হতাশা।
দলে যাই সজ্জন অনাদরে অবজ্ঞায়,
ক্ষণপরে হই দগ্ধ ভুগি অনুশোচনায়।
মানব হৃদয় বড় আজব মহা গোলক ধাঁ ধাঁ।
সারা জনম করেও চেষ্টা মিলেনা তার আধা।