পেছন থেকে মনে হয়,
না জানি কত সুখে রয়
বিত্ত - বৈভবে।
কভু ভাবা কি যায়?
এহেন প্রান ভরা শূণ্যতায়
দীর্ঘশ্বাস বহে নিভৃতে-নীরবে।
প্রকৃতির কান্না দেখে,
তোমরা বল শিশির।
সবিতার বিরাম ক্ষ্নে
আবির্ভূত হয় তিমির।
পর্বতের কান্না দেখে
তোমরা বল ঝরনা।
যৌবনে উচ্ছসিত নদী
বয়ে আনে বন্যা।
হৃদয়ের কান্না তো দেখোনা,
দেখ বারিসিক্ত নেত্র।
সরলের সাথে গরলের
মাঝে নিত্য কুরুক্ষেত্র।
সাদার সাথে কালোর
চিরকালীন দ্বন্দ্ব।
এই সব নিয়েই প্রকৃতির
চিরায়ত নিবন্ধ।
হতে চাই আমি ধন্য
যদি তুমি কর গণ্য
ভাব মোরে আপনার
বেদনা টুকুর অংশীদার।
সুখ টুকু রয়ে যাক
একান্তুই তোমার,
আর যারা আছে
আঁকড়ে তব চারিধার।
তোমার যত সুখ-দুঃখ,
সে একা তোমার নয়।
আমায় ফেরানো অথচ
ভদ্রোচিত সুললিত ভাষায়
সুকোমল বর্ননার ছটায়
নিজেকেই গুটিয়ে নেয়া
আমার কাছ থেকে।
সে কেবল আমার ব্যর্থতা।
আমার উচ্চারনের দীনতা,
আমার প্রকাশ ভঙ্গির দুর্বলতা,
আমার শিক্ষাহীন সরলতা,
সর্বোপরি অক্ষমতা।
সে কেবল আমার ই দায়।
পুষ্প আপনার জন্য ফোটেনা,
সকল সুরভিত পুষ্পে
পুজার নৈবেদ্য সাজেনা।