দুঃখ যখন আসে মনে
দল ভারি হয় জনে জনে।
বসে চেপে ঘাড়ের পরে,
হৃষ্টচিত্তে নৃত্য করে।
আপন যারা সটকে পড়ে,
অপমান আর তাচ্ছিল্য ভরে।
আরো জোরে চেপে ধরে,
"তুই শালা মরিস না ক্যারে"?
যত অনর্থ তোরই কারন,
রাম না হয়ে হলি রাবন।
জয়ধ্বনি উঠে রামের তরে,
রাবনের নাম কে বা স্মরে?
সীতা ই জানে রাবন কেমন,
রামের অবিশ্বাসে ভাঙ্গে যে মন।
সতীত্বের পরীক্ষা লাগে যাহার,
কেমনে হয় সে মহা অবতার?
.
দুঃসময়ে যায় চেনা প্রিয় বন্ধুর মন,
শত বিপদেও ছাড়েনা সঙ্গ সেই আপন।।
.
কাজী/১১-০৩-২০১৭ইং