গন্ধর্বরা যদি দেবতার মর্যাদা না পেয়ে থাকে--
তাহলে তো তুমি কোনোক্রমেই আমার দেবতা নও ।
তারপরেও
কেনো যে তোমাকে দেবতা মানি,
তা শুধু ভগবানই জানেন।
গঙ্গায় স্নান সেরে সূর্য দেবতাকে প্রণাম করে
তোমারই মঙ্গল কামনা করি প্রতিদিন--
কেনো যে করি——ভগবানই জানেন ।
হৃদয়ের মেঠোপথে শঙ্খধ্বনি বাজেনি
তুলসীতলায় প্রদীপখানি জ্বালিনি
সন্ধ্যাপূজার আয়োজনও সারিনি তখনো
কেনো যেন তবুও ঘটা করে
তোমারি মুখচ্ছবি ভেসে ওঠে হৃদয় সরোবরে
পুজোর প্রারম্ভে প্রণাম করি তোমাকেই।
কাল-রাত পেরিয়ে
আমার রক্ষিত জলোচ্ছ্বাসের দ্বার
তুমুল উন্মাদনায় তুমিই উন্মোচন করেছিলে
কোনো এক জ্যোত্স্নাপ্লাবিত রাতে
সতেরোটি বছর যা ছিল সুরক্ষিত।
পূজার অর্ঘ্য ভেবে
দেবতা মেনে তোমারই পদপ্রান্তে
নিজেকে করেছিলাম সমৰ্পণ;
কেনো যে করেছিলাম তা শুধু ভগবানই জানেন।
১৪ই মে ২০২১ টরন্টো, কানাডা