‌তোমা‌কে বল‌ছি,
‌নির‌বে নিভূতে কোথা থে‌কে এ‌লে
ম‌নের আয়নায় প্র‌তিচ্ছ‌বি হ‌য়ে!
এখনতো নির্ঘুম রা‌ত
ভাবনায় শুধু তু‌মি।
শয়‌ণে, স্বপ‌ণে, খেয়া‌লে, বে‌খেয়া‌লে
তোমার প্র‌তিধ্বনী কর্ণ গহ্ব‌রে আঘাত হা‌নে,
প্রশ্ন জা‌গে এটা‌কি শুধু নিজ ভাবনা
না‌কি বিপরীত প্র‌তি‌ক্রিয়াও সাড়া দেয়।