স্মৃতিগু‌লো এখন বিষণ্নতায় পর্য‌বে‌শিত ম‌নের কো‌নো এক গহীণ কো‌ণে ভে‌সে বেড়ায়
অষ্টপ্রহ‌রের শেষ‌দি‌কে ঘু‌মের‌ আ‌বির্ভাব তার মা‌ঝেও স্মৃ‌তির‌ বিচরণ
চলমান জীব‌নের অ‌স্থিরতা, তার সা‌থে ক্ষো‌ভ ও অন‌লে পোড়া এ হৃদয়
শীহরণ জাগার ম‌তো কথাগু‌লো আজ আর্তচিৎকার ক‌রে
‌নিমগ্নচি‌ত্তে নীল বেদনাগু‌লো কুয়াশায় আচ্ছন্ন
ছু‌য়ে দেখার স্বাদ চিরত‌রে হা‌রি‌য়ে গে‌ছে
‌চো‌খের দৃ‌ষ্টি খুঁ‌জে ফি‌রে সেই চোখা‌চোখি এক পলক তা‌কি‌য়ে থাকা
সম‌য়ের বিবর্ত‌নে বদ‌লে গেছে কত‌ কিছু
বদ‌লে গেছ তু‌মি, বদ‌লে গে‌ছি আ‌মি
তবুও স্মৃ‌তিগু‌লো উঁ‌কি মা‌রে আর কষ্ট দেয়
ত‌বে কি বলব আ‌মি ভা‌লো আ‌ছি বেশ?