আমি চলি হেঁটে হেঁটে
রঙবেরঙের বাহারি গাড়ি
উল্কার বেগে
আগুনের ফুলকি তুলে
আমায় পিছু ফেলে
মিশে যায় নিমেষে।


আমি চলি থেমে থেমে
দেখা হয় কথা হয়
চেনা অচেনা কত
পথিকের সাথে,
দিন শেষে সন্ধ্যা আসে
দেখি যেখানে ছিলাম
সেখানেই আমি দাঁড়িয়ে।