আমরা মানুষ কত বোকা!
নিজেকে নিজেই দেই ধোঁকা
ঘরে বাইরে প্রতিনিয়ত।
আত্মা যে অবিনশ্বর,সৌন্দর্য তার
অনন্তকাল,জীবনের এপার ওপার
ভেবে দেখি না কখনো,
মাখি দামি ক্রীম -সুগন্ধি নশ্বর দেহে।
নিত্য আনাগোনা বিউটি পার্লারে
চুলের বাহারী ছাঁট, ভ্রু-প্লাক
অঙ্গে অঙ্গে মেকআপ,গহনা
যার মুল্য নেই একআনা
দম তো বন্ধ,ছড়ায় দুর্গন্ধ
মাটিতে সাবাড়।