হে আমার সোনার দিন মজুর ভাই
কী দিয়ে তোমার এত ঋণ শুধাই!
এই যে ধরণী সুন্দর রূপ-রস-ঘ্রাণ
স্রষ্টার দানে যে তোমারই প্রতিদান।
প্রকৃতির খোলা মাঠে প্রকৃতির জলে
তোমার ছোঁয়াতে ফল-ফসল ফলে।
আমি খাই আয়েশে বসে উদর ভরে
তুমি থাক অনাহারে ঐ কুড়িয়া ঘরে।
বনে বনে শিমুল রেশম গুটি কুঁড়িয়ে
সুতা কাট রঙ যে করো আপন রঙে
আমি করি সাজ সজ্জা কত না ঢঙে।
তোমার জোটে না এক টুকুও ভাগে
লজ্জা নিবারন,উৎসব হিমেল মাঘে।
হে আমার সোনার দিন মজুর ভাই
কী দিয়ে তোমার এত ঋণ শুধাই!!