কখন যে দিন চলে যায়
আর কী ভাবে ফুরায় রাত!
আমার শুধু ঘুম ঘুম ভাব।
বুঝি না কোনটা পাখির গান
আর কোনটা শেয়ালের ডাক
কেবল একটা অস্পষ্ট আওয়াজ
অনুভব করি সারাক্ষণ।


খোলা দিগন্তে দৃষ্টি যায় যতদূর-
দেখি ঝাঁকে ঝাঁকে মরু পঙ্গপাল
ফসলের মাঠ খেয়ে খেয়ে সাবাড়
ক্ষুধার দাবানলে লোকালয়ে উড়ছে
কালো ধোঁয়া,
ধূসর,বিবর্ণ মনুষ্য-ভূমি।


এ কোথায় আমি?
নিজেকে নিজেই প্রশ্ন করি,
দৃষ্টি ফিরাই এদিক ওদিক বারবার
অসীম শূন্যে,চেয়ে দেখি
পৃথিবীর কোথাও নেই এক টুকরো আকাশ।