রক্তাস্নাত রাজপথ সাক্ষী
একটা নতুন অভিধান হবে
মুক্তিযুদ্ধের চেতনায়,প্রচ্ছদ
ভাষা শহীদের রক্তে আঁকা।


একটা নতুন অভিধান হবে
বৈষম্যের কলমে লেখা হবেনা
বাজেটের খাতা।
সুষম বণ্টনের আলোয় দূর হবে
জাতীয় জীবনের অন্ধকার।
সম্প্রীতির নির্মল জলে সিক্ত হবে দেশ
আমাদের ঘরের আকাশে বসবে
তারার মেলা।


আজ শহীদ মিনার কাঁদে
স্মৃতিসৌধ বাকরুদ্ধ,দীর্ঘশ্বাস ফেলে
বাঙালির বাংলা বলাতে অনীহা
মুক্তিযুদ্ধের ইতিহাসে দুর্বৃত্তের হানা
সত্য কথনে,সত্য ভাষণে
অশুভ শক্তির হিংস্র থাবা,
হৃদয়ের চামড়া টেনে হিঁচড়ে খামচে খায়।


হে রক্তাস্নাত রাজপথ তুমি সাক্ষী
বিধানের কোনদিন অসম্মান করিনি
আজ সুবর্ণ পঞ্চাশে ভরা জনসমাবেশে
অভিধানের পাতা থেকে মুছে দিলাম
ক্ষমা আর আপোস শব্দটা।