তুমি নেই কী যে ছটফট
যেন আমি শুষ্ক প্রায় জলাশয়ে
কাদা বন্দী মাছ,
চারদিকে ধ্যানে মগ্ন ঋষি বক
বুকটা কাঁপে ধকধক ধকধক।


মাথার'পরে খেলনা আকাশ
মাঠে বুনো লতা-ঘাস,আউলা বাতাস
পথে ঘাটে কামাতুর ক্ষুধার্ত কুকুর
যে কিশোরীর বুকে কেবল কচি ডালিমের
স্নিগ্ধ শোভা,সে আজ ধর্ষিতা লাশ।


কোথা গেলে এক ফালি স্বস্তির আশ্বাস
অথবা এক তিল বিশ্বাস!
সুরক্ষিত দুর্গ যে মায়ের কোল
সেখানে দেখি পরকীয়ার বিষাক্ত ছোবল
দংশিত হয় অবুঝ শিশু।


তুমি নেই, নেই কিছু পশুত্ব ছাড়া
তুমি হীনতার ক্যান্সার বেঁধেছে বাসা
হৃদয় কোণে,হে মানবতা
অসুস্থ সভ্যতা, শ্বাস বন্ধ হয়ে আসে
আছি তোমার প্রতীক্ষায়।