আদিম বর্বরতা এখন যুগের রঙিন মোড়কে
কেনা-বেঁচা হয় সভ্যতার হাটে।
বেহায়াপনা,নোংরামি, মদ্যপান, উলঙ্গপনা
আভিজাত্যের প্রথম এবং শেষ কথা।
যদি পরিধেয় বস্ত্র অ্যাকুরিয়ামের জলের মত
স্বচ্ছ-রঙিন,বলি কী স্মার্ট!বেশভূষা শালীন,
চোখ দুটো অর্ধনমিত পতাকার মত ভাজপড়া
জড়সড়,বলি আনকাল্চারড গেঁয়ো কোথাকার।
চর দখলে বর্শা-ফলা চরম বর্বরতা
আধিপত্য বিস্তারে মিসাইল,বোমা,যুদ্ধবিমান
প্রযুক্তির বাহবা।
নেটে গুঁতো দিলে নীল ছবি মারে ঈশারা
ঘরে বসে চিত্তবিনোন!যোগাযোগ, লেন-দেন
চিকিৎসা কল্যাণকর অনলাইন সেবা
আমরা এখন আধুনিকতার শীর্ষ ছোঁয়া
তবে মানুষ হলাম কতটা!