নির্বাক চেয়ে দেখি মানুষের ঢং
স্বাধীন সূর্যের প্রখর আলোয়
জ্বলে গেছে মনুষ্যত্বের রঙ ।
হাতে রঙতুলি,বেশভূষায় নিপুণ শিল্পী
রাতের আঁধারে তারা আসরে মাতাল
বেশ্যার সঙ্গী,
বক্তৃতায় ভাষণে যাদের মনে হয়
দেশ প্রেমিক,মানুষের হিতাকাঙ্ক্ষী
ওরা ঠগ,প্রতারক,মুখোশধারী
ওদের উদর তলাবিহীন ঝুড়ি
স্বদেশ যেন এক রাক্ষসপুরী।


হে তরুন দেশমাতার কল্যাণে
তুমি সর্বদাই প্রথম
কে রোধে তোমার দুঃসাহসিক পথচলা
ঢেলে দাও আত্মোৎসর্গের অমৃত সুধা
যেন ভীরু কাতর প্রাণ পায় অমরেত্বর স্বাদ।
তুমি চাইলেই পার সব
রূপকথার রাজকুমারের মতো
রাক্ষস-খোক্ষস-পিশাচের প্রাণ নাশ,
তুমি চাইলেই বায়ান্ন,ঊনসত্তর,একাত্তর
তুমি চাইলেই ঘরে ঘরে বাংলাদেশ।