বড় অবেলায় পেয়েছি তোমায় বুজিনি ভালো মন্দ,
মাঝ পথে হারিয়ে যাবে ভাবিনি পুড়ালে ফুলের গন্ধ।
কেঁদেছিলাম আমি আর হেসেছিলে তুমি,
তোমার কাঁন্নাতে কেঁদেছিলাম আমি হয়ে বিরহপ্রেমী।


বুজনি আমায় সেদিন এখন বুজ ঠিক-ই,
অন্তঃপুরে সন্ধ্যা তারায় আমায় খুঁজো রোজ -ই।
সময় এখন পুরিয়ে গেছে সব হয়েছে শেষ,
থাকতে সময় বুজলেনা তুমি শুনলে না নির্দেশ।


শেষ বার যখন হয়েছিল দেখা মেঘনার তীরে,
জানতে কি চেয়েছো একবার হৃদয়টা কি অনলে পুড়ে?
বুজনি আমায় তুমি বুজনি হৃদয়ের আকুতি,
পেয়েছো কি সেই সুখ যার সন্ধানে ভেঙ্গেছ সব প্রতিশ্রুতি।


কথা চিলো জীবনের প্রতিটি প্রভাতে,
চায়ের কাপে চুমুক দিবো দু'জনে একসাথে।
বৃষ্টিতে ভিজবো দু'জন দিয়েছিলে কথা,  
রাখোনি সে কথা তুমি দিয়েছো শুন্যতা।


বিরহের রেখা বুকে নিয়ে কাঁদো কেন বিহঙ্গ?
বিষাদের ছোঁয়া লেগেছে কলমে ছেড়েছি সব সঙ্গ।
সবাইকি আর বিষাদের জ্বালায় দগ্ধ হয়ে মরে?
কেউ তো আছে আমার মতো বিরহের প্রেমে পরে।