সে এসেছিলো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়,
হাতে ছিলো একগুচ্ছ টকটকে লাল গোলাপ।
জিরজিরে হাওয়া আর ছিরছিরে বৃষ্টিতে,
দুজনে হেটেছি একটি ছাতা মাথায়।


টংদোকানে খাইনি সেদিন ফুচকা আর চাঁ,
বাড়ির উনুনে তাহার রান্না খেয়েছিলাম আহা!
ঠোটের পরশ করেছে অলস ভুলিনি তা আজও,
তাকে না ভেবে তাই কাটেনা আমার একটি রাতও।


স্বপ্ন চুরায় সাঝিয়ে সে রাত বাকি রেখেছি হরন,
ইচ্ছে থাকলেও করিনি সেদিন পাপকে মোরা বরণ।
রাত পোহালো গল্পে গল্পে রাখিনিতো খোজ,
ঘঘনেতে নতুন সূর্য মেঘ নেই আজ।


সকালের নাস্তাটাও হলো প্রেয়সীর হাতে,
এগিয়ে দিতে আমি আবার গেলাম তার সাথে।
বাড়িটা আমার ফাকা ই ছিলো তাই হয়েছে বেশ,
সুযোগি ঘনঘটায় পরেনি কলঙ্কের রেশ।


বেশ কেটেছে সেইসব দিন আজও পরে মনে,
পেয়েছি কত কি তবুও পাইনি কিছু জীবনে।
শত মানুষের ভিরে ও এখন লাগে খুব একা,
স্বপ্নে হই মাতাল পাই যদি অতিতের দেখা।