ঐ দূরে মিঠা সুরে হচ্ছে দেখো আজান,
চলো যাই মসজিদে নামাজ পড়ে শুনবো বয়ান।
জুম্মার দিনে পড়লে নামাজ হজ্বের পূন্য হয়,
জলদি চলো মসজিদপানে আর দেরি নয়।


জুম্মা হলো হজ্বের দিন গরীব দুঃখির জন্য,
দিনটি পেয়ে উম্মতে মহাম্মদ হয়েছে ধন্য।
বন্দেগি করো জুম্মা গিড়ে তবেই মিলবে রত্ন,
গাছ লাগালেই ফল কি হবে না করিলে যত্ন?


মুয়াজ্জিম এর আজান শুনে করোনা বেমুখ,
পড়লে নামাজ পাবে নাজাত দুজাহানের সুখ।
কঠিন দিনে ছায়া তলে যদি থাকতে চাও,
ছেড়ে দাও সব গোমরাহী মসজিদেতে যাও।


গুনাহ যতই করো তুমি করবে প্রভু মাপ,
সতাগ্রহে চাইলে ক্ষমা করলে অনুতাপ।
এপার ওপার চাইলে শান্তি চলো নামাজে,
গুনাহ থেকে বিরত থাকো সকাল সন্ধা সাঝে।