মহাকাশের উল্কার মতো ঝরে পড়বো যেই দিন,
আসবেনা কাজে ধরণীর কিছু এই অধমের সেই দিন।
ক্ষমতার দাপট খ্যাতির শিখরের থাকবেনা কোন মুল্য,
রাসুলের(সঃ) দেখানো পথে হাঁটছি তাই ভেঙ্গেছে মনের ভুল।


কতো সময় কাটিয়েছি হেলায় পাব কি আর ফিরে?
আঙ্গু্ল ফোলে কলা গাছ হওয়ার স্বপ্ন তাই ঠেলেছি দুরে।
আজ আমি নেতা,কাল হয়তো হবে নাম আমার লাশ,
তবে মিছে এই পৃথিবীতে কেনো করি বেঁচে থাকার আশ।


পঙ্কিল যতো নিকটে নয়,তার চেয়েও যমদূত আরো কাঁছে,
বুঝিতে পারিলুম গতো রাতে এই দুনিয়ার সবই যেনো মিছে।
মা গেলো,বাবা গেলো,ভাই ভগ্নি খালা,নাই কোন ক্রমবিন্যাস,
খোদার প্রেমে মত্ত হই,তবেই পাবো পরকালে শান্তির নিবাস।


দ্বীনি শিক্ষার করিনি তোয়াক্কা পড়েছি ইংলিশ মিডিয়ামে,
মৃত্যুকালে কলেমা আসবেনা মুখে,ছিলামনা হায় সিয়ামে।
লোক দেখানো দান করে হয়েছি বড় লোক,সেজেছি দানবীর,
মৃত্যুকালে যন্ত্রণা বাড়বে ওহে, নিরুপায় আমি রইবো অস্থির।


টাকার লোভে পড়িয়া গেছিরে মন ভুলিয়া সৃষ্টিকর্তা আল্লাহরে,
টাকার লোভ ছাড়িয়া মসজিদে ঢুকিয়া মাপ চাও গুনাহ তওবা করে।
মায়ার বাঁধন ছিন্ন করে যেতে হবেগো চিরতরে,
লাভ কিরে মানব তবে এই মিছে গৌরব করে।


রচনাকালঃ ২৬/১২/২০১৮খৃীষ্টাব্দ।
______________________________
পটিয়া,চট্রগ্রাম। © এম.রেজাউল করিম রকি