আমি গণতন্ত্র বুঝিনা রাজ তন্ত্র বুঝিনা,
আমি মানুষের অধিকার ছাড়া কিছু খুঁজিনা।
ধর্ষিত গণতন্ত্রের আজ ময়না তদন্ত হচ্ছে,
রায় কার অনুকূলে দেখার বড় ইচ্ছে।


নেতা আসবে নেতা যাবে কপাল জনতার পুড়বে,
ভাইয়ের সামনে বোন লাঞ্চিত কে তাহা রুখবে?
মায়ের পেটে গুলি বিদ্ধ শিশু নিরাপদ কোথাও নয়,
সৎ সাহসের বিরুদ্ধে আজ গায়েবী মামলা হয়।


সাগর-রুণী সাজ্জাদ,তনু বিশ্বজিৎ হত্যার চিত্র,
এখনো হৃদয় অক্ষিতে ভাসে যে মুখগুলি পবিত্র।
রক্তের হুলী খেলা আজই করতে হবে বন্ধ,
জাতীর চক্ষু কর্ণ মুক্ত এখন নয় আর অন্ধ।


স্বাধীনচেতা স্বাধীনতার পক্ষে মানুষ আছে অহরহ,
স্বাধীনতা রক্ষায় তাদের মনে নেই আজ কোন আবহ।
সাতচল্লিশ পেরিয়েও পাইনি বাক স্বাধীনতা,
ত্রিশ লক্ষ শহীদের রক্ত বুঝি আজ গেলো বৃতা।


আমরা বাঙ্গালী আমরাই লড়েছিলাম মুক্তির পক্ষে,
আবার বিপ্লব ঘটাবো শান্তির বারুদ জমা আছে বক্ষে।
অস্ত্র আমাদের নয় হাতিয়ার প্রতিবাদী কলম মরণাস্ত্র,
যার ভয়ে কাঁপছে মানবতা দস্যু তারা আজ ভীত সন্ত্রস্ত।


অদম্য শান্তির বারতা নিয়ে হে তরুণ হও আগোয়ান,
মনুস্যত্ব আজি কলঙ্কিত, করতে হবে পঙ্কিল মুক্ত হে জোয়ান।
নির্ভয়ে এগিয়ে যাও কবির কলম থেমে নেই এক বিন্ধু,
তমসার রজনী কাটিয়ে আনতে হবে স্বর্গ শান্তির মহা সিন্ধু।


রচনাকালঃ ২৫/১২/২০১৮ খৃীষ্টাব্দ।
----------------------------------------------------
পটিয়া,চট্রগ্রাম।