সোনার মানুষ
এম,রেজাউল করিম রকি


ঘর্মাক্ত গতরে রৌদ্রতেজে কৃষক কাটছে ধান,
সোনার ফসল তুলে ঘরে খুশিতে নাচছে প্রাণ।


সোনালি অঙ্কুর পুত্রসম গরিব চাষার বল,
আমলা সমাজ ভোগ করে আজ করে মিছে ছল।


দেশ মাতারই গর্ব চাষা তোমার তুলনা নাই,
তুমিই জাতির ভাগ্য চাকা ঘুরিয়ে দিয়েছো ভাই।


তোমার হাতের অন্ন খেয়ে শরীর আমার বাড়ে,
ধানের আঁটির ঝনঝনে হৃদয় আমার খাড়ে।


তোমার কাঁধের কালো দাগ হীরের থেকেও মুল্য,
জগত ভ্রমণ করে শেষে পাবোনা তাহার তুল্য।


তুমিই দেশের রত্নসম জানাই কুর্নিশ শতো,
তুমিই আমার পিতামাতা করছো লালন কতো।


তোমার কায়ার ঘর্ম ঘ্রাণ আমার সৌরভ লাগে,
একটু খোশবো দিও তুমি এই অধমের ভাগে।


সখের ঠেলায় আঁটি বাঁধা পুঁইছা কাঁধেই নিয়ে,
বুঝতে পেলুম তব কষ্ট সেদিন একটু গিয়ে।


করছো মাড়াই রাত্র বেলা নাইগো জিরানো তব,
পরজন্ম পাই যদি ভাই কৃষক তবেই হবো।


তোমার চরণে মূর্খ আমি দেয়গো হাজার চুমি,
এই ধরিত্রীর সেরা ওগো সোনার মানুষ তুমি।


রচনাকাল:-০৮/০৫/২০১৯ খ্রিষ্টাব্দ।
রাত:১১.২২ মিনিট
পেকুয়া, কক্সবাজার।