#স্বপ্ন
আমি আর ছোট ভাই হাটছি আপন মনে,
সবুজ মাঠ পেরিয়ে ঘনবন জঙ্গল শেষে।
ঢুকে গিয়েছি পুস্প সমারোহ একটি বনে।
আনমনে ছবি তুলছিলাম হটাৎ মালী এসে।


তুমিতো মুসলিম মুখে দাঁড়ি মাথায় টুপি কেমনে এলে?
মুসলিমদের বারন বুঝি?এই সবুজ সমেত কাননে।
এটাতো সনাতনী ধর্মের কুরুক্ষেত্র এখনি যাও চলে,
হায়!কুরুক্ষেত্র সেটাতো ভারতে ভুলে এসেগেছি দু'জনে।


আমরা যে অনুপ্রবেশকারী বাংলাদেশী মালীকে বুঝতে দিইনি,
শ্রীঘরে যাওয়ার ভয়ে,গুটি গুটি পায়ে পিছনে এলাম।
পিছনের পথ বন্ধ,বাহির হওয়ার রাস্তা খুঁজে পাইনি,
একটু সামনে জলহস্তী সাদৃশ্য শুশুক ভরা নদী নেমে গেলাম।


সেখানে প্রানী, উদ্ভিদ,সকলে মানুষের সাথে কথা বলে,
সাহায্য চাইলাম, জলহস্তী সাদৃশ্য শুশুকের,নদী হবো পার,
সামনে এসে স্ব-জোরে চিৎকার সবক'টি আমাদের ঘিরে ফেলে।
বাঁচার আশা ক্ষীণ দুই ভাইয়ের আজি হয়তো নাই নিস্তার।


অভয় দিয়ে ভাইকে বলি শক্ত করে আমার বাম হাতটি ধরে থাক,
আমাদের আল্লাহতো আছেন!সাহায্য চাইবো তার কাছে।
হচ্ছে গায়েবী আওয়াজ অক্ষি যুগল তোদের বন্ধ রাখ,
যেই করেছি নেত্রদ্বয় বন্ধ,মনে হলো নদী পার হচ্ছি জলহস্তী সাদৃশ্য শুশুক পিছে।


পার হয়েছি নদী,সেই অদ্ভূদ প্রানীর দল রাস্তার ধারে তটিনীতে নিলো পিছু,
আবার গায়েবী আওয়াজ! কালো কঙ্কর নিক্ষেপ কর চলে যাবে সব,
সত্যিই কঙ্কর নিক্ষেপের সাথে সাথেই নেই কিছু,
ইহা কি দেখিলাম কি ঘটিলো মুসলিম আমি কুরুক্ষেত্রে কেনো কোথায় গেলো ওসব?


#ব্যখ্যা
ভেঙ্গে গেলো স্বপ্ন,লেগে গেলাম স্বপ্নের ব্যাখ্যায়, এ তো স্রস্টার সতর্কবাণী,
দুনিয়াবি লোভ লালসার পিছনে ছুটে খোদাকে ভুলে গেলেও এখনো সময় আছে।
আমার ঘরেই সিজদাই অবনত হ,আমিই পার করাবো অগ্নি তরঙ্গিণী,
তওবা করি সকল ইসলাম বহির্ভূত কাজ থেকে নেবো ছুটি দুনিয়াবি সব মিছে।


রচনাঃ০৪-০২-২০১৯ সাল
ঢাকা থেকে কক্সবাজার যাত্রা কালে
গাড়িতে।
--------------------------------------------------------