টাকার কাছে হারছে সবে টাকায় যেনো সব,
টাকার কাছে বিকিয়ে মন হারিয়ে ফেলে রব।
টাকা যাদের গৌরব বাড়ে মান কমাবে শেষে,
বোকা মানুষ পেলেই টাকা চতুর হয়ে হাসে।
টাকার যতো রঙের খেলা দেখতে বাকি নাই,
টাকায় মেলে সনদ শিক্ষা তাইতো টাকা চাই।


টাকায় হারে মামলা লড়ে ফতুর হয়ে ফিরে,
আরেক বেটা মামলা জিতে ছল চাতুরী করে।
টাকায় দিয়ে মেয়ের বিয়ে জামাই কিনে আনে,
টাকায় ঝরে বিয়ের ফুল টাকায় কষ্ট টানে।
টাকায় গড়ে নেতা হাজার টাকা বানায় কবি,
টাকায় মেলে সম্মানী আজ মিথ্যে ফুটায় রবি।


আমরা সবে টাকার দাসী টাকা মোদের রাজা,
টাকার কাছে ঠকে মানব নির্দোষী পায় সাজা।
টাকার আছে গতীরে ভাই ঘুরছে ভবে টাকা,
টাকার তলে পিষ্ট হয়েই মরছে ভাগ্য চাকা।
টাকা হাতের ময়লা জানি আজকে তব
কাছে,
কালযে টাকা ছুড়ে ফেলবে থাকবে তুমি নিছে।


টাকায় জোটে কোরমা ভালে টাকায় কিনে গাড়ি,
ক্ষুধার্ত রাখে টাকায় পথে নামায় ছেড়ে বাড়ি।
টাকায় খেলা টাকায় মেলা টাকা ফুটায় ফুল,
টাকা ভাঙছে মন মানুষে টাকা বুঝায় ভুল।
লিখতে গেলে টাকার কথা মাথায় লাগে তেল,
দেখছি আমি বাহার টাকা দেখি টাকার খেল।


রচনাকাল:-১৫/০৯/২০১৯ খ্রিষ্টাব্দ।
পেকুয়া, কক্সবাজার।