যাদের কুলে চড়ে আজকের আমি পার করেছি তেত্রিশ,
পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের যানাই কুর্নিশ।


অগস্ত্য যাত্রায় পাড়ি দিয়েছে কাছের প্রিয়জন অনেক,
যাওয়ার অপেক্ষারত আছে বয়োজ্যেষ্ঠ গুটিকয়েক।


আসার ক্রমবিন্যাস আছে ওগো যাওয়ার বেলায় নাই,
আজ আমি কাল তুমি নিয়তির খেলা মানতে হবে তাই।


ধনুকের তীর মুখের বুলির একটা জায়গায় মিল,
সেই জায়গায় আমাদের শক্ত করে ওগো দিতে হবে খিল।


যে বচনে মানব মন ভাঙ্গে, এই বচন, করিওনা বপন,
আজকের তুমি,কাল নাই হতে পারো, যদি আসে স্রষ্টার আমন্ত্রন।


ভেঙ্গোনা মন,তোমার আগেই পরোপারে গেছে দেখ কতজন,
যারা তোমার মত এ পাড়া ও পাড়া মাখিয়ে রেখেছিলো সর্বক্ষণ।


আজকে বাহুর জোর আছে,দিনকে রাত, রাতকে মনে কর দিন,
উঁচু কে নিচু,সাদা কে কালো,যা ইচ্ছে করছো প্রতিদিন।


এমনতো সময় আসবে,দেহখানি থাকবে পড়ে,প্রাণ পাখি উড়ে যাবে,
নীথর কায়া তোমার হবে অনুভূতিহীন,কে কয়দিন তোমায় মনে রাখবে?


দুনিয়াবি লোভ লালসা ছুড়ে ফেলে দিয়ে, চলি রাসুলের(সঃ)দেখানো পথে,
তবেই পরকালে শাফায়াতের পথ খুঁজে পাবো চড়বো চির স্থায়ী রথে।


মানুষে মানুষে হিংসে ভুলে খোদার প্রেমের হই মশগুল,
তবেই হবে স্বর্গসুখে পরিপূর্ণ তাসেরঘর এই ধরিত্রী কূল।


রচনায়ঃ০৩/০২/২০১৯ খীৃষ্টাব্দ।
নবীনগর,সাভার,ঢাকা।