আমি স্বপ্নিল রাজ্যসীমার রাজ্যহারা এক অধিবাসী,
আমি ধর্ষিত মানবতার ময়নাতদন্ত করবো বলে ছুটে আসি,
এক আকাশ অভিমান অনুযোগ নিয়ে বৃষ্টি বেশে,
মাধ্যাকর্ষণ শক্তির কল্যানে নিমজ্জিত হই বসুধার সবুজ বিস্তীর্ণ কেশে।


আমি নির্ঝঞ্ঝাট ভালবাসাময় এক বাংলার,স্বপ্নের খেচর,
মজলুম মানবের অন্ধের যষ্টি হয়ে ন্যায় অন্বেষণে মত্ত ঘুমন্ত মনের ভেতর।
দুর্নীতির শিখর নুয়ে ঘুসের পর্বত ডিঙ্গিয়ে
আমলা কামলা করবো এক,
বঙ্গ মাতার দস্যু ছেলের বখাটেপনায় উজ্জীবিত নাতী আছে অনেক।


আমি এক অসভ্য নগরের সভ্য খোঁজা ক্রন্দনরত মুসাফির,
নিরাময়যোগ্য বিবেকের পথ্য বহনকারী এক দানবীয় বীর।
গণতন্ত্রের আমদানী করবো বলে ঋণগ্রস্থ হই জাগ্রত বিবেক ব্যাংকের,
বিবেক ব্যাংকের অভিযোগ,রপ্তানি নির্ভর রাজ্যে গণতন্ত্রের আমদানী কিসের?


আমি তাঁবেদার মুক্ত এক মিডিয়া পাড়ার কলম সৈনিক,
চ্যানেলের স্বত্বাধিকারী সংবাদপত্রে যা ইচ্ছে করবো ইহা আমার সম্পত্তি পৈত্রিক।
অন্যায় নগরের আইন উদ্দিনের ছেলে আমি গাইন আলী,
জাহালম কে সালেকের মোড়কে বন্দি করেই নিয়েছি করতালী।


আসলে আমি এক ছন্নছাড়া ভিটেমাটিহীন কবিতার স্রষ্টা,
মনের খেয়ালে কলমের ডগার খুঁচানিতে কাগজের নিকৃষ্ট নষ্টা।
কেউ বলে পাগল একটা
লিখছে হয়তো দু চারটা
আমি বলি সবই ঠিক বলার নাই শেষ,
যা লিখি তার অপর পিঠেই বাংলাদেশ।


রচনাকালঃ১৬-০২-২০১৯ খৃীষ্টাব্দ।
পেকুয়া, কক্সবাজার।
--------------------------------------------------------------------