আমি হেটেছি তোমায় ছাড়া মাতামুহুরি নদীর তীর ঘেঁষে,
বিস্তীর্ণ মাঠ পেরিয়ে সেই সৈকতরেখা করেছি পার এসে।
শাপলা ফোটা হাঁসের দীঘি এসে পড়লো মনে তোমার কথা,
পায়ের ছাপ এখনো আছে বলেই মনে হয়েছে তব সেথা।
তুমি ছিলেনা ঠিকই তবে তোমার ঘ্রান পেয়ে ছিলাম আমি,
সেই কখন এসে ছিলাম মনে কি আছে হেতা আমিও তুমি।


তুমিও আসো না কি সেখানে আমার মতো যখন থাকো একা?
হয়তো আসো যদি এসেই থাকো তুমিও পুড়বে দেখ রেখা।
কি হবে আর?হারানো দিন নষ্ট অতীত এসব মনে রেখে,
ভুলে যেওতো,অনেক বার ছেয়েছি আমি ভুলতে মন থেকে।
আমি পারিনা হয়তো তুমি পারবে ভুলে যেতে সোণালী ক্ষণ,
ভুলে যাওয়া সিলেবাসটা খুব ভালই আছে তোমার স্মরণ।


তোমার সাথে কাটানো এক একটা দিন বছর মনে হয়,
সেই সোণালী হারানো দিন গুলো কখনো ভুলে যাবার নয়।
ভালবাসার উর্বরা জমি আজ খরায় ফেটে চৌচির সম,
বর্গা দেওয়া চাষির খুব অভাব আজ নাটা জমিন মম।
ভুল প্রেমের কঠিন অগ্নি চিতায় দাহ করেছো তুমি জায়া,
তুমি যেটুকু ভালবেসেছ তার অনেক বেশি কেড়েছ মায়া।


রচনাকালঃ১৪-০৩-১৯ ইংরেজী
পেকুয়া,কক্সবাজার।