আজ আমরা দূরে  বহূদূরে...
কোন যোগাযোগ নেই,
তবুও তোর কথাই মনে পড়ে!
কাচের ঢুকরার মত
সব কিছু ভেঙ্গে যাবার পরও,
তোমাকে ভুলতে পারি না ?
আমি ঘুমাতে পারি না!
আমি সারা রাত ঘুমাতে পারি না,
বিরহ অনলে পুড়ি!


তবুও আজ তোর কাছে --
আমার  কোন চাওয়া নেই,
কোন বাসনা নেই!
কোন কামনা নেই!
কোন কিছুতেই  টানে না আমায়,
শুধু  কিছু স্মৃতি, কিছু কাব্য,
আমাকে বার বার পিছু টানে!
নিজেকে কুঁড়ে কুঁড়ে খায় প্রতিদিন!


হয়তো আর কোনদিন দেখা হবে না।
পাশাপাশি হাঁটা হবে না।
কেউ তোকে  বলবে না,
"তুই আমার  মমতাজ
আমি তোর শাহজাহান"


তোমার কি মনে পড়ে?
তোমার প্রথম পরশ পেয়ে,
আমি ভুলে গিয়েছিলাম সকল দুঃখ,
তোমার ছোয়ায় রাঙিয়ে ছিলাম জীবন,
তোমার অবস্থান, আমার অবস্থান,
আমার চাওয়া, তোমার পাওয়া,
সব কিছু ভুলে....!
ভালোবাসার প্রজাপতি হয়ে উড়তাম
তোমার দিগন্তে!


আজ সব মিথ্যে....!
আমিও মোহে পড়েছিলাম,
প্রথম ভালবাসার মোহ!
প্রথম নারী ছোঁয়ার মোহ,
প্রথম বিশ্বাসের মোহ!
যখন তুমি বলতে ভালবাসি;
ভেবেছিলাম তুমি
আমার কত আপন,
শত জনম আগে পরিচয়!
ভেবেছিলাম তুমি প্রেয়সী,  
তুমি  স্বর্গীয় রমনী!
আমার জীবনের....
একমাত্র অবলম্বন!
ভুল, সবই ভুল!
তেল আর জল,
যেমন এক নয়
আমি আর তুমিও এক নই।


----আব্দুর রহমান
১২/৭/২০ইং