বরষার রাত, চারদিক থৈ থৈ পানি;
হালকা বৃষ্টি, দাখিনা বাতাসে তুলিছে তরী।
নদীর এপার কাদিয়া যায় ওপারের লাগি,
জোৎসার সাথে ঢেউয়েরা করে লুকোচুরি।
দূর হতে ঘন বন দেয় হাতছানি,
চাদের  আলোয় জল মল গাঙের পানি।
মাঝি ভাই, ছেড়ে হাল ধরে গান ধরে জোড়ে,
ওই দেখা যায় সোনার চর,  এসেছি গেছি কূলে।
দুই ধারে ঝাউবন, বাতাসে শনশন,
পৌষের শীতে মাঝি ভাই কনকন।
সকালে সোনালু রোদ বালু চরে পড়ে,
সাদা সাদা বালুগুলো  চিকচিক করে।
অতিথী পাখিরা আসে ঝাঁকে ঝাঁকে,
তাই দেখে মন হারায় বিহঙ্গের মাঝে।
বালুর চরে লাল কাঁড়কারা আঁকে আলাপনা,
এসব দেখে মনে আসে নানান জলপনা।