বাতাস বইছে দক্ষিন পান্ত হতে,
ধূলায় ধূসর পথ ঘাট!
ফসলের মাঠ দোলখায় হাওয়ার স্রোতে
মুক্ত আনন্দে নাচে কচি পাতা,
দূর থেকে বাতাসের শোঁ শোঁ শব্দ কানে বাজে,
গৃহিণীর খোলা চুল উড়ে বাতাসে।
কিশোরী রাঙা পায় নাচে বিকেলের বাতাসে।
বসন্তের হাওয়া মনে আসে সজীবতা
বিকেলের রৌদ্রে কিংবা ঘাসের উঠানে, মানুষের মনে,
গল্পের উল্লাসে মেতে,
বিকেলের বাতাসে,
কেউবা পান সুপারির বাটা নিয়ে বসে আসরের মাঝে।
এভাবে চলে পল্লীর সাথে হাওয়ার খেলা,
প্রকৃতির সাথে ঘরে উঠে আত্নীয় বন্ধন!
আবার হয়  বাতাসের সাথে ক্রন্দন।
কেউর ধান উড়িয়ে নিয়ে যায় বাতাসে,
বধূ গালি দেয় বাতাসকে,
কেউবা শুকায় লংকা,মরিচ,রোদে।
বাতাস দেয় এলোমোলে করে
অভিশাপ দেয় বাতাসকে।
এভাবে চলে প্রকৃতির সাথে জোড় মেলামেশা।
হাসি আনন্দে চলে বাতাসের দুরদশা।