বিদায় কথাটি বেদনা বিদুর  নয়নে আসে জল,
সময়ের স্রোতে আসিলো আবার সেই বিদায়ের ক্ষণ।
বিদায়ের ঘন্টা বাজিতেছে দ্বারে  মানিবে না কোন বাধা,
মায়ার বাধনে বাঁধিয়া রাখিতে বৃথাই অশ্রু সাধা।
জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাস অবধি ছিলেন আমাদের পাশে,
দক্ষ প্রশিক্ষনে দিয়েছেন শিক্ষা আমাদের সাথে মিশে।
পাঠদানে কভু করেননি  তো হেলা, দিয়েছেন উজাড় করে,
শ্রদ্ধা ভরে আজ কৃতজ্ঞতা জানাই এই বিদায়ের ক্ষণে।
স্নেহ আর মমতায় দিয়েছেন আমাদের শিক্ষা,
আপনার বানীতে পেয়েছি আমরা পথ চলার অনুপ্রেরণা।
আপনার শ্রম সার্থক হবে,  আমাদের ফলাফলে,
সম্মুখ পানে এগাবো মোরা এই প্রশিক্ষন নিয়ে।
মনের অজান্তে যদি হয় কভু ভুল-ভ্রান্তি কিংবা বেয়াদবি,
এই বিদায় বেলায় আপনার নিকট মোরা ক্ষমা প্রার্থনা করি।
নিদারুণ আজ বিদায় বেলা ডাকিতেছে বার বার,
জানি পথ পানে চাহিবে না, ফিরেবে না কভু আর।
অশ্রুসিক্ত চোখে শ্রদ্ধা জানাই এই বিদায়ের বেলা,
যতই দূরে থাকিনা কেন আপনাকে আমরা ভুলবো না।।


~~~আব্দুর রহমান
উৎসর্গ শ্রদ্ধেয় ট্রেইনার
ফারজানা আক্তার জুই ম্যাডাম কে।
মিরপুর ৬, ঢাকা।
২৯/২/২০২০ ইং