কত দিন পর আসবে ফিরে আমায় তুমি বলো?
একা থাকা কতো কষ্টের তুমি কি তা জান?
মৌমাছিরা মধু আহরনে ছুটে শত দলে দলে,
আজকে আমার আখি ভিজে শুধু নয়ন জলে।
বিনে সূতায় মালা গেঁথে নিলে আপন করে,
কেমনে থাকব একা আমি বন্ধু তোমায় ছেড়ে?
তোমার অপেক্ষায় জেগে থাকব সারা নিশী,
কোনদিন ফিরে আসবে আমার জোৎসনা রাতের শশী?
আবার কবে শুনাবে গল্প কথার ছড়া,
সেই আশাতে মনটা আমার শুধু দিশে হারা।
তোমার আমার শুপিরিতি ভূলে না যাইও,
আমারে বন্ধু তোমার চরনে একটু ঠাই দিও।
এই রূমালটা নাও বন্ধু রাখিও যতন করে,
অভাগীর কথা মনে পড়লে দেখিও নয়ন মেলে।
শহর থেকে আসবে বন্ধু কবে তুমি ফিরে?
বকুল ফুলের মালা নিয়ে থাকব পথ চেয়ে।