অভাগীনী এক পল্লী বধূ,
জীবনে পেল যাতনা শুধু।
হাজার স্বপ্ন নিয়ে এসেছিল পরের ঘরে,
স্বপ্নগুলো ভেঙ্গে গেল স্বামীর অত্যারে!
রক্তাক্ত মনে তার শত বিরহের জ্বালা,
কেউ করিল না এই বধূর প্রতি মায়া।
নিষ্ঠুর অত্যাচার আর হাজার নিন্দা গালি,
ননদ সে যে দেখে তারে তাহার চোখের বালি।
শ্বাশুরীর কথার আঘাতে,
চোখ দিয়ে বধূর অশ্রু জড়ে।
দুঃখে ভরা জীবন তার দুঃখেই বারোমাস।
শ্বশুর বাড়ির অত্যাচারে জীবন সর্বনাশ।
মন পাখটা মুক্তি চায় উড়বে আকাশে,
শিকল পড়া বেরি সে ছিড়বে কেমনে?
জীবন মায়ার শেষ ঘন্টা তার বাজবে এভাবে।