চরনে তোর শিকল পড়া  কাটাও তুমি বন্দি দশা?
এসো তুমি মোদের মাঝে অগ্নি হয়ে দাও সাড়া।
জাগো! জাগো! তোমরা,ঘুমাসনে আর ঘরে,
অধিকার আদায়ে তুমি ছুটে এসো মাঠে।
জেগে উঠো অবহেলিত ভাই,কন্ঠে জাগাও বানী,
মুত্ত করো সকল বাধা,এটা মোদের দাবী।
যদি সম অধিকার না পাই চাকরির আবেদনে,
কেন প্রহসনের শিক্ষা জবাব দিতে হবে?
আমাদের নিয়ে আজ খেলেছে যারা,
ওরে তোরা বাঁধন ছিড়ে সামনে দাড়া।
আমরা অধিকার বঞ্চিত, সেটাও ওরা দেখে,
স্বার্থের আঘাত লাগে বলে তাইতো চূপ থাকে।
এসো নবীন! এসো এ জনতার মাঝে!
তোমার অধিকার আনো জোড় করে কেড়ে।