প্রথমে বন্দনা করি প্রভু আল্লাহর নাম,
এই বিশ্বজগৎ যিনি করিলেন সৃজন।
তরুলতা বৃক্ষরাজি জপে আল্লার নাম,
বায়ূ দিয়ে বাঁচাইছে মোদের সবার প্রান,
সর্ব শক্তি দয়াময় মহান আল্লাহ তুমি,
তোমার'ই গুন গীত গেয়ে যাই আমি।
দ্বিতীয় প্রনাম করি মাও বাপের পা,
যাহের উচিলায় মন ধরাইতে জন্মাইলা,
মাথার ঘাম পায়ে ফেলে পিতা পরিশ্রম'ও করে,
আপন সন্তানেরে অন্ন মুখে দেয় তুলে।
তারপরে প্রনাম করি শিক্ষা গুরুর চরন,
অন্ধকারে তিনি দিলেন আলোর'ও সন্ধান।
পিতা অন্তে শিক্ষাগুরুর মর্যাদা জানিও,
গুরুর মনে তোমরা কভু কষ্ট নাহি দিও।
এই সবারে আছেন যারা সভা সভাদগন,
তাদের তরে আমার সালাম রাখিয়া গেলাম।
আমি বান্দা রহমান পাপে হয়েছি ভার,
আমার তরে দোয়া তোমরা করিও বারবার।